হবিগঞ্জে দুর্ঘটনায় নিহত ৩ জনের লাশ হস্তান্তর, পরিচয় মিলেনি একজনের

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৭, ২০২৩
০৫:৩৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২৩
০৫:৩৭ অপরাহ্ন



হবিগঞ্জে দুর্ঘটনায় নিহত ৩ জনের লাশ হস্তান্তর, পরিচয় মিলেনি একজনের


হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ চারজন নিহতের ঘটনায় তিনজনের পরিচয় পাওয়া গেছে। শুক্রবার ওই তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তবে নিহত অপর একজনের পরিচয় শনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।

নিহত তিনজন হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আবদুল হামিদের ছেলে নাদিম হোসেন (৩৫), চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের সারের কোনা গ্রামের আবদুস সালামের ছেলে এনজিওকর্মী জামাল মিয়া (৩৪) ও নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাও গ্রামের বাসিন্দা এমরান মিয়া (২৫)। নিহত অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অজ্ঞাতনামা নিহত ওই ব্যক্তির বয়স ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। আহত ব্যক্তিরা হবিগঞ্জ ও সিলেট হাসপাতালে চিকিৎসা নেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহত তিনজনের পরিচয় জানার পর শুক্রবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত অজ্ঞাতনামা অপরজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এএফ/০৩