সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৩
০২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২৩
০২:৪৭ পূর্বাহ্ন
রাজধানীর গুলশানে একটি ১২ তলা ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বর এলাকার ওই বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ নম্বর বাড়ির সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। বর্তমানে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া আগুনে কেউ হতাহত হয়েছেন কি-না কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
এএফ/০৬