পায়রা-রামপালের দামে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি আদানির

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৪, ২০২৩
০৭:৪৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২৩
০৭:৪৭ পূর্বাহ্ন



পায়রা-রামপালের দামে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি আদানির


বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের ঝাড়খন্ডে এক হাজার ৬০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছে আদানি গ্রুপ। এই বিদ্যুৎকেন্দ্র থেকে রামপাল ও পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের দামেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ভারতের আদানি পাওয়ার। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আদানি পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত জানায়।

এ বিষয়ে বিপিডিবি ও বিদ্যুৎ বিভাগের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

আদানির প্রতিনিধি দল বলেছে, বাংলাদেশে বর্তমানে অন্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে যে দামে কয়লা আমদানি করা হয়, আদানিও একই দামে আমদানি করবে। প্রতি ইউনিট বিদ্যুতের দামও একই রকম হবে। এটা সামান্য এদিক-ওদিক হলেও তা খুব বেশি হেরফের হবে না।

আদানি গ্রুপ বাংলাদেশের কাছ থেকে কয়লার অতিরিক্ত দাম নিচ্ছে বলে সম্প্রতি অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে আদানিকে চুক্তি সংশোধন করার অনুরোধ জানিয়ে বিপিডিবি একটি চিঠি দেয়। এ বিষয়ে প্রাথমিক আলোচনার অংশ হিসেবে গতকাল এই আলোচনা শুরু হলো।

আদানি বাংলাদেশ সূত্র বলছে, বৃহস্পতিবার বেলা একটার দিকে ভারত থেকে আদানি পাওয়ারের চারজনের একটি প্রতিনিধিদল আসেন। রাত ১০টার দিকে তারা আবার ভারতে ফিরে গেছেন। বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তাঁরা প্রথমে বিপিডিবির কারিগরি দল ও পরে বিপিডিবির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। এ সময় তাঁদের সঙ্গে আদানি পাওয়ারের আরো তিনজন কর্মকর্তা যোগ দেন। বৈঠক শেষে চারজনের একটি প্রতিনিধিদল বিদ্যুৎ–সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে বৈঠকে কোনো কিছু চূড়ান্ত হয়নি। আদানির নতুন প্রস্তাব নিয়ে আরো আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিদ্যুৎ বিভাগ।

বিপিডিবির একজন কর্মকর্তা জানান, আমরা তাদের বলেছি আমাদের দেশের বিদ্যুৎকেন্দ্রে কয়লার দাম কত পড়ছে। একই সঙ্গে এ কারণে আমাদের দেশের বিদ্যুৎকেন্দ্রের ইউনিট প্রতি উৎপাদন ব্যয়ও তাদের জানানো হয়েছে। আদানি গ্রুপের প্রতিনিধি দল বিপিডিবির কথা গুরুত্ব দিয়েছে, এতে আশা করা যাচ্ছে আদানি কয়লার দামের বিষয়ে ইতিবাচক সমাধানে যাবে বলেও বিপিডিবির কর্মকর্তারা জানান।

দেশের কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর চাইতে টনপ্রতি আদানির কয়লার দাম অন্তত ১০০ ডলার বেশি পড়ছে বলে সরকারের তরফ থেকেও জানানো হয়েছে। কয়লার দাম বেশি নেওয়াতে আদানির বিদ্যুতের দাম পড়ছে প্রতি ইউনিট ২৪ টাকা। সেখানে দেশে আমদানি করা কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করে পায়রা বিদ্যুৎকেন্দ্র ১২ টাকায় প্রতি ইউনিট বিদ্যুৎ গ্রিডে দিচ্ছে।

২০১৭ সালের ৫ নভেম্বর বিদ্যুৎ বিভাগ ও আদানি পাওয়ারের মধ্যে একটি ক্রয় চুক্তি হয়। চুক্তির আওতায় আদানি ভারতের ঝাড়খণ্ডে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।  প্রথম ইউনিট আগামী মার্চে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে।


এএফ/০২