সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৩, ২০২৩
০৮:১০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৩, ২০২৩
০৮:১০ পূর্বাহ্ন
এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ জাপান তার দ্বীপপুঞ্জ নতুন করে গণনা করছে। দেশটি পূর্বের দ্বীপের সংখ্যা থেকে সাত হাজার বেশি পেয়েছে। এগুলো এতদিন সরকারি নথিতে ছিল না।
জাপানের জিওস্পেশিয়াল ইনফরমেশন অথরিটি (জিএসআই) এর ডিজিটাল ম্যাপিং সম্প্রতি জাপানের ভূখণ্ডে ১৪ হাজার ১২৫টি দ্বীপ গণনা করেছে। এটি ১৯৮৭ সালের জাপানের কোস্ট গার্ডের প্রতিবেদন থেকে সরকারিভাবে ব্যবহৃত ৬ হাজার ৮৫২টির চেয়ে প্রায় দ্বিগুণ।
তবে জাপানের জিওস্পেশিয়াল ইনফরমেশন অথরিটি জানিয়েছে যে, এসব দ্বীপ পাওয়া গেলেও এটি জাপানের মূল ভূখণ্ডে কোনও পরিবর্তন আনেনি।
জাপানের সংস্থাটি জানিয়েছে, দ্বীপগুলো কীভাবে গণনা করা যায় সে সম্পর্কে কোনও আন্তর্জাতিক চুক্তি না থাকলেও তারা ৩৫ বছর আগে করা জরিপের একই মানদণ্ড ব্যবহার করা হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, কমপক্ষে ১০০ মিটার (৩৩০ ফুট) পরিধিসহ প্রাকৃতিকভাবে ঘটতে থাকা ভূমি অঞ্চলগুলো গণনার মধ্যে রাখা হয়েছে।
নতুন সংখ্যায় কৃত্রিমভাবে পুনরুদ্ধার করা কোনও জমি অন্তর্ভুক্ত করা হয়নি। জাপানের আশেপাশের দ্বীপগুলো বেশ কিছু আঞ্চলিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
জাপান রাশিয়ার দখলে থাকা দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জকে নিজেদে বলে দাবি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে সোভিয়েত সেনারা জাপান থেকে এটি দখল করে নিয়েছিল। পূর্ব চীন সাগরের জনবসতিহীন সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়েও জাপান ও চীনের মধ্যে উত্তেজনা রয়েছে।
এদিকে, জাপান এবং দক্ষিণ কোরিয়া জাপান সাগরে সিউলের ডোকডো এবং টোকিওর তাকেশিমা নামে পরিচিত একটি দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে ৭০ বছরেরও বেশি সময়ের বিবাদে আবদ্ধ রয়েছে।
এসই/০৩