গুলিস্তানে বিস্ফোরণ: ভবনের দুই মালিকসহ গ্রেফতার ৩

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৯, ২০২৩
০৮:৩৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ১০, ২০২৩
০৮:১১ অপরাহ্ন



গুলিস্তানে বিস্ফোরণ: ভবনের দুই মালিকসহ গ্রেফতার ৩

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারের ভবন ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বিধ্বস্ত ভবনের দুই মালিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনার মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃতরা হলেন- ভবন মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান, ব্যবসায়ী আ. মোতালেব মিন্টু।


নিয়ম না মেনে ভবন নির্মাণ, সুয়ারেজ লাইনের জায়গায় দোকান ও নিয়মিত এসি পরিষ্কার না করাসহ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।


কুইন্স মার্কেটের সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।


বিস্ফোরণে ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি।


এসই/০১