সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৩, ২০২৩
০৯:১৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৪, ২০২৩
০৭:৫৭ অপরাহ্ন
পবিত্র রমজানে মাসের অফিস সূচি ঘোষণা করেছে সরকার। অন্য বছরের মতো এবারও রমজানে অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকালে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
আজ সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪৪ (২০২৩ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসের জন্য সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সূচি নির্ধারণ করা হয়।
মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ এপ্রিল থেকে রমজান মাস শুরু হবে।
এএফ/০১