সিলেট মিরর ডেস্ক
মার্চ ৩০, ২০২৩
০৫:২২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ৩০, ২০২৩
০৫:২২ পূর্বাহ্ন
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেটিভিডিএসএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী। গত মঙ্গলবার (২৮ মার্চ) তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।
মনজুর আহমদ ১৯৬৫ সালের পহেলা জানুয়ারি সিলেট শহরের আম্বরখানা বড়বাজার এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ডা. এ এফ এম সাব্বির আহমদ চৌধুরী ও মাতার নাম আয়েশা খানম চৌধুরী।
সিলেটের কৃতি সন্তান মনজুর আহমদ ১৯৯১ সালে সরকারী প্রকৌশলী হিসেবে জেজেটিডিএসএল-এ যোগদান করেন। তিনি জালালাবাদ গ্যাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি একাধিক প্রশিক্ষণ গ্রহণের জন্য কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ইতালি গমন করেন।