এনসিপি নবগঠিত সিলেট জেলার আহ্বায়ক কমিটির প্রেস ব্রিফিং, পরিচিতি, মতবিনিময় অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৬, ২০২৫
০৪:০৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৬, ২০২৫
০৪:০৭ অপরাহ্ন



এনসিপি নবগঠিত সিলেট জেলার আহ্বায়ক কমিটির প্রেস ব্রিফিং, পরিচিতি, মতবিনিময় অনুষ্ঠিত


বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির প্রেস ব্রিফিং, পরিচিতি, মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে সিলেট নগরের জেল রোড এলাকার একটি হোটেলে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এনসিপির সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ, সদস্যসচিব প্রকৌশলী কামরুল আরিফ এবং মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নতুন কমিটির লক্ষ্য, দিকনির্দেশনা, রাজনৈতিক দর্শন ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, ‘নাগরিক অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং উন্নয়নের সুষম বণ্টন নিশ্চিত করাই নবগঠিত কমিটির মূল লক্ষ্য।’ তারা করেন, ‘সিলেট দেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র হলেও অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে বহুদিন ধরে ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত। এই বৈষম্য দূরীকরণই তাদের প্রধান লক্ষ্য।’


প্রেস ব্রিফিংয়ে প্রধান দিকগুলো তুলে ধরে তারা বলেন, ‘সিলেটের উন্নয়ন ও জনসেবার জন্য নাগরিক ফোরাম গঠন, তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক রাজনীতিতে সম্পৃক্ত করা, দুর্নীতিবিরোধী কার্যক্রম এবং নাগরিক অধিকারের দাবিতে নিয়মিত জনসংলাপ, প্রবাসী ও স্থানীয়দের সমন্বয়ে “নাগরিক উন্নয়ন তহবিল” গঠন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থান খাতে জেলা অ্যাকশন প্ল্যান এবং অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ

নেতৃবৃন্দ বলেন, ‘রাষ্ট্রের মালিক নাগরিক, নাগরিকের অধিকারই আমাদের রাজনীতি। সিলেটের উন্নয়ন ও মর্যাদা রক্ষায় আমরা দায়িত্বশীল, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাজনীতি চাই।’

সংবাদ সম্মেলনের শেষে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।



এএফ/০৭