ঈদে সিলেট বেতারের ৩দিন ব্যাপি আয়োজন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২২, ২০২৩
০১:৪৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২৩
০২:৫৭ অপরাহ্ন



ঈদে সিলেট বেতারের ৩দিন ব্যাপি আয়োজন


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেটের ৩দিন ব্যাপি বর্ণ্যাঢ্য ঈদ আনন্দ আয়োজন করেছে।

পবিত্র ঈদুল ফিতরের দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান “রূপালী পর্দার স্বর্ণালী গান” প্রচারিত হবে সকাল ১০ টা বেজে ১০ মিনিটে

সেই আমি এই আমি: সাংস্কৃতিক অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিদের নিয়ে ঈদ আড্ডা ও ঈদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান সকাল ১১ টা বেজে ০৫ মিনিটে

পবিত্র ঈদুল ফিতরের গানের গ্রন্থিত অনুষ্ঠান ‘সোনার আলোয় বান ডেকেছে’ দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে

চাঁদের পালকি চড়ে: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশু কিশোরদের বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে বেলা ১ টা বেজে ৩০ মিনিটে

প্রাণে জাগে খুশির দোলা: বিশেষ গীতিনকশা বিকেল ৩ টা বেজে ৩০ মিনিটে

রঙ্গের দুনিয়া তোরে চাইনা: আঞ্চলিক গানের গ্রন্থিত অনুষ্ঠান বিকেল ৪ টা বেজে ৩৫ মিনিটে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘ ঈদ উৎসবের সার্বজনীনতা: প্রচারিত হবে বিকেল ৫ টা বেজে ২০ মিনিটে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুঃ আনোয়ার হোসেন  রচিত ও নির্দেশিত নাটক: ‘‘ দুই দুগুনে তিন ”  প্রচারিত হবে রাত ১০ টায়

এছাড়া থাকবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনব্যাপী দেশবাসীর উদ্যেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা


পবিত্র ঈদুল ফিতরের ২য় দিন

ঈদের ২য় দিন সকাল ৬-৩০  মিনিটে প্রচারিত হবে শামসুল আলম সেলিম রচিত বিশেষ গীতিনকশা ‘চাঁদের খামে বার্তা এলো

মুমিনের শ্রেষ্ঠ উৎসব ঈদুল ফিতর এবং ঈদে সিলেটের পর্যটন এবং ঈদের একাল-সেকাল শীর্ষক কয়েকটি আলোচনা ও ঈদের গান নিয়ে প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান বিচিত্রা প্রচারিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাবুল আহমদ রচিত বিশেষ নাটক মিস কল প্রাচরিত হবে রাত : ১০.০০ টায়


পবিত্র ঈদুল ফিতরের ৩য় দিন

প্রিন্স সদরুজ্জামান রচিত গীতিনকশা আজকে খুশীর বাধ ভেঙ্গেছে প্রচারিত হবে সকাল ৭ টা ৩০ মিনিটে

আনন্দ উল্লাসেঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যান্ড সঙ্গগীতের অনুষ্ঠান দুপুর ১টা ৪০ মিনিটে  

উৎসবে উল্লাসে: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ আড্ডা প্রাচরিত হবে বিকেল ৫ টা ৩০ মিনিটে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুদীপ চৌধুরী রচিত নাটক: আতা গাছে তোতা পাখি প্রচারিত হবে রাত: ১০টায়


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেটের ৩দিন ব্যাপি ঈদ আনন্দ আয়োজন শুনতে পাবেন এফএম ৮৮.৮ এফ এম ১০৫.২ ও এফ এম ৯০ মেগাহার্জে, মধ্যম তরঙ্গ ৯৬৩ কিলো হার্জে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল এপসে। 


এসই/০৩