পাঁচ দিন পর ‘ফিরোজা’য় ফিরলেন খালেদা জিয়া

সিলেট মিরর ডেস্ক


মে ০৫, ২০২৩
০২:৪২ পূর্বাহ্ন


আপডেট : মে ০৫, ২০২৩
০২:৪৩ পূর্বাহ্ন



পাঁচ দিন পর ‘ফিরোজা’য় ফিরলেন খালেদা জিয়া


পাঁচ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

খালেদা জিয়া বাসায় ফেরার পর তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জে এম জাহিদ হোসেন সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড লিভার জটিলতার উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানো পরামর্শ দিয়েছেন।

অধ্যাপক জাহিদ বলেন, খালেদা জিয়ার হার্টের একটি ব্লক আগে অপসারণ করা হয়েছিল। আরো দুটি ব্লকের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, তাঁর লিভারের জটিলতা কাটাতে সার্জারি প্রয়োজন। চিকিৎসকরা যে সার্জারির পরামর্শ দিয়েছেন তা বাংলাদেশ এবং আশপাশের দেশে হয় না। এবারও এন্ডোস্কপি করানোর পর চিকিৎসকরা সর্বসম্মতভাবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার যেসব উপসর্গ দেখা দিয়েছিল সেগুলোর চিকিৎসা গত চার-পাঁচ দিনে অত্যন্ত নিবিড়ভাবে করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা তাঁকে বাসায় রেখে চিকিৎসা অব্যাহত রাখার পরামর্শ দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি বাসায় ফিরেছেন।

পাঁচ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফেরেন খালেদা জিয়া। গত ২৯ এপ্রিল শারীরিক চেকআপের জন্য মেডিক্যাল বোর্ডের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি।

বাসার গেটে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শিরিন সুলতানা, রেহানা আখতার রানু, ডা. রফিকুল ইসলাম, ডা. আল মামুন, হেলেন জেরিন খান প্রমুখ।  হাসপাতালে থেকে ফেরার সময় খালেদা জিয়ার সঙ্গে ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি ছিলেন।


এসই/০৩