সুদান থেকে দেশে ফিরলেন আরও ৫২ বাংলাদেশি

সিলেট মিরর ডেস্ক


মে ১১, ২০২৩
০৫:১৫ অপরাহ্ন


আপডেট : মে ১১, ২০২৩
০৯:১৯ অপরাহ্ন



সুদান থেকে দেশে ফিরলেন আরও ৫২ বাংলাদেশি


জেদ্দা হয়ে দেশে ফিরেছেন সুদানে আটকে থাকা আরও ৫২ বাংলাদেশি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

গতকাল বুধবার পোর্ট সুদান থেকে একটি বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছান ১৭৬ বাংলাদেশি। তাদের মধ্য থেকে ৫২ জন দেশে ফিরে এলেন।

রিয়াদের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, আজকের মধ্যে কাতার এয়ারলাইন্সে আরও ১৩০ জন ও মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৮ জনের দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে গত সোমবার প্রথম দফায় দেশে ফেরেন ১৩৫ বাংলাদেশি। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। দেশে ফেরাদের মধ্যে নারী, শিশু ও অসুস্থ প্রবাসী ছিলেন।

গত ৩ মে সুদানের রাজধানী খার্তুম থেকে ৬৮০ বাংলাদেশিকে নিরাপদে পোর্ট সুদানে নেওয়া হয়। দুই দফায় মোট ১৩টি বাসে করে তাদের সেখানে নেওয়া হয়।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস বলছে, সুদানে প্রায় এক হাজার পাঁচশ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।


এসই/০৩