সিলেট মিরর ডেস্ক
মে ১৫, ২০২৩
০২:৩০ পূর্বাহ্ন
আপডেট : মে ১৫, ২০২৩
০২:৩১ পূর্বাহ্ন
একাদশ জাতীয় সংসদের ২৩তম বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৩১ মে। ওইদিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।
আজ রবিবার (১৪ মে) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয় : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
আগামী ১ জুন ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করার কথা রয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের। এবারের বাজেট হবে প্রায় সাড়ে ৭ লাখ কোটি টাকা; যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট।
জাতীয় অর্থনৈতিক পরিষদ গত ১১ মে ২ লাখ ৭৪ হাজার কোটি টাকার নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি ঘোষণা করে। এটি হবে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত আওয়ামী লীগ সরকারের পঞ্চম ও শেষ বাজেট।
এএফ/০৮