যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৬ রাষ্ট্রদূতের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার

সিলেট মিরর ডেস্ক


মে ১৬, ২০২৩
১২:৪৩ পূর্বাহ্ন


আপডেট : মে ১৬, ২০২৩
০৫:৩১ অপরাহ্ন



যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৬ রাষ্ট্রদূতের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার


যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ছয়টি দেশের রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা সুবিধা আর দেওয়া হবে না। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সোমবার (১৫ মে) সরকারের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা তাদের বলেছি, অর্থনৈতিক পরিস্থিতির কারণে আমাদের নানা কৃচ্ছ্রসাধন করতে হচ্ছে। তাই রাষ্ট্রদূতদের যে বাড়তি নিরাপত্তা সুবিধা দেওয়া হয়, সেটি আর অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।’

বিশেষ পরিস্থিতিতে ছয় দেশের রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা সুবিধা দেওয়া হয়েছিল বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কিন্তু এখন পরিস্থিতি যথেষ্ট ভালো। তাই কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা সুবিধা দিলে বিদেশিদের কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে ভুল বার্তা যায়। আমরা ভুল বার্তা দিতে চাই না।’

এ ছাড়া ছয় দেশকে বিশেষ নিরাপত্তা সুবিধা দেওয়ায় অন্যান্য দেশও তা চাইছিল বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সে কারণে আমরা দেখলাম, এভাবে বাড়তি নিরাপত্তা দেওয়া অব্যাহত রাখা সম্ভব নয়। তা ছাড়া বিভিন্ন দেশে আমাদের কূটনীতিকদেরও বাড়তি কোনো নিরাপত্তা সুবিধা দেওয়া হয় না।’



এএফ/০৩