সিলেট মিরর ডেস্ক
জুন ১০, ২০২৩
০৭:৫৬ অপরাহ্ন
আপডেট : জুন ১০, ২০২৩
০৭:৫৬ অপরাহ্ন
-ফাইল ছবি
আজ সারা দেশের সব কটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, বরিশাল, চট্টগ্রামের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বরিশাল চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গার ওপর দিয়ে প্রবাহিত মৃদু তাপপ্রবাহ কমে যেতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ৮৪ মিলিমিটার। শনিবার সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
এএফ/০৪