নৌকা মার্কার সমর্থনে ১৪দলের পথসভা ও গণসংযোগ

সিলেট মিরর ডেস্ক


জুন ১৭, ২০২৩
০৯:৫১ অপরাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২৩
০৯:৫২ অপরাহ্ন



নৌকা মার্কার সমর্থনে ১৪দলের পথসভা ও গণসংযোগ


সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত  ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে পথ সভা করেছে ১৪দল সিলেট জেলা ও মহানগর শাখা।

আজ শনিবার (১৭ জুন) বিকাল পাঁচটায় নগরের মদিনা মার্কেট পয়েন্টে এ পথসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সাম্যবাদী দল  সিলেট  জেলা শাখার সসম্পাদক  কমরেড ব্রজগোপাল চৌধুরীর সভাপতিত্বে ও জেলা জাসদের সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরীর পরিচালনায় অনু্ষ্ঠিত পথ সভায় বক্তব্য দেন গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার সভাপতি জননেতা আরিফ মিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট  জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী, গণতন্ত্রী পার্টি সিলেট মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ প্রাণগোপাল দাস, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, যুক্তরাজ্য জাসদ নেতা আব্দুল হান্নান, জেলা জাসদের মুকুল আহমদ পুতুল শাহজাহান জুবেরী , মহানগর শাখার নাজমুল   ইসলাম,  মাহমুদুল হক চৌধুরী,  গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ  সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী,মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্যামল কাপালী, ওয়ার্কার্স পার্টির  মহিতোষ চৌধুরী প্রাশাদ,আলমগীর হোসেন রুমেল,প্রদীপ দেব, মিলন ওরাও কাজী আলফাজ হোসেন, অরুণ দাস প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য  নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় আস্হা রাখুন,মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের আলোকে স্মার্ট সিলেট নগরী গড়তে মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তার নির্বাচনী ইশতেহারে যে ২১ টি লক্ষ্য নির্ধারণ করেছেন তা বাস্তবায়নের মধ্য দিয়েএকটি দুর্নীতিমুক্ত, জলাবদ্ধতাহীন পরিচ্ছন্ন সুপরিকল্পিত নগরী গড়তে ২১জুনের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেতা আনোয়ারুজ্জামানকে নির্বাচিত করুন।

পথসভা শুরুর আগে ১৪ দল নেতৃবৃন্দ মদিনা মার্কেট  ও পার্শ্ববর্তী এলাকায় গণসংযোগ  করেন।


এএফ/১০