ভোট কেন্দ্রে বাধা দিতে লোক আনা হচ্ছে: জাপার মেয়র প্রার্থী

সিলেট মিরর ডেস্ক


জুন ১৮, ২০২৩
০৯:৪৭ অপরাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২৩
০৯:৪৯ অপরাহ্ন



ভোট কেন্দ্রে বাধা দিতে লোক আনা হচ্ছে: জাপার মেয়র প্রার্থী


ভোটকেন্দ্রে ভোটারদের বাধা সৃষ্টির জন্য ঢাকা থেকে প্রচুর লোক সিলেটে আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল। তিনি বলেন, ‘তাদের সরকারি ও এমসি কলেজের হোস্টেলে রাখা হয়েছে। সিলেটের মানুষজন ভোটকেন্দ্রে আসতে চাচ্ছেন। তবে তারা চিন্তা করছেন, ভোট লাঙ্গলে দিলে শেষ পর্যন্ত যদি নৌকায় চলে যায়।’

আজ রবিবার (১৮ জুন) বিকালে নগরীর কুমারপাড়ায় প্রধান নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেন, ‘‘উড়ে এসে জুড়ে বসা’ কেউ এই নগরের সমস্যার সমাধান করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, “যিনি নগরের অলিগলিই চেনে না তার পক্ষে নগরবাসীর প্রত্যাশা পূরণ কতটুকু সম্ভব! এই বিচারের ভার আপনাদের ওপর ছেড়ে দিলাম।’

নগরবাসীর প্রতি লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি এই শহরেরই সন্তান। সুরমার এপার-ওপার দুপারই আমার চেনা। এই নগরের প্রতিটি ওয়ার্ডে আমার পদচারণা রয়েছে।’

একটি পরিকল্পিত নগরের ক্যানভাস অনেক বড় জানিয়ে নজরুল ইসলাম বাবুল বলেন, ‘শুধু রাস্তাঘাট আর ড্রেন করলেই নগরটি পরিকল্পিত হয়ে উঠে না। সিলেট নগরের এখনও অনেক সমস্যা রয়েছে। যানজট, জলাবদ্ধতা ছাড়াও অনেক কিছু করার বাকি রয়েছে।

‘এ ছাড়া বর্তমানে সিটি করপোরেশনের আয়তন অনেক বেড়েছে। ২৭টি ওয়ার্ড থেকে হয়েছে ৪২টি ওয়ার্ড। বর্ধিত এলাকায় অনেক সমস্যা রয়েছে। অনেক পিছিয়ে রয়েছে নতুন এলাকাগুলো। সুতরাং এই নগরকে যে বা যারা ভালোভাবে জানে, বুঝে তার হাতেই নগর উন্নয়নের দায়িত্ব দেওয়া উচিত।’

ভোট দিয়ে নির্বাচিত করলে সিলেটকে একটি আধুনিক মহানগর হিসেবে গড়ে তুলবেন জানিয়ে তিনি বলেন, ‘নগরবাসীর নিরাপত্তা, যোগাযোগের উপযোগী নতুন নতুন রাস্তা, ফুটপাত নির্মাণসহ যানজট নিরসনের কার্যকর পদক্ষেপ নেব। নির্বাচিত হলে ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন ও সন্ত্রাসবিরোধী নাগরিক কমিটি গঠন করা হবে।’

এ সময় তিনি সিলেটকে নাগরিকবান্ধব, শিল্পবান্ধব, যানজটমুক্ত, পরিবেশবান্ধব, জলাবদ্ধতামুক্ত, সুপরিকল্পিত আবাসনের নগর হিসেবে গড়ে তোলার জন্য তার নির্বাচনীয় ইশতেহারে তুলে ধরেন।



এএফ/০২