সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী কে কত ভোট পেলেন

নিজস্ব প্রতিবেদক


জুন ২১, ২০২৩
১০:২৯ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২৩
১০:২৯ অপরাহ্ন



সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী কে কত ভোট পেলেন


সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয় লাভ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রার্থী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম বাবুল। নির্বাচনে আট মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান নির্বাচন বয়কট করায় ৭ মেয়র প্রার্থী লড়েছেন। তবে ভোটাররা আট জনকেই ভোট দিয়েছেন। 

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান ভোট পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম বাবুল পান ৫০ হাজার ৮৬২ ভোট। 

তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন শাহ জাহান মিয়া। বাস গাড়ি মার্কায় তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ২৯ হাজার ৬৮৮। চতুর্থ সর্বোচ্চ ভোট পেয়েছেন হাতপাখার প্রার্থী মাহমুদুল হাসান। তিনি পেয়েছেন ১২ হাজার ৭৯৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হানিফ কুটু ঘোড়া মার্কায় ৪ হাজার ২৯৬ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন। ৩ হাজার ৪০৫ ভোট পেয়ে ষষ্ট হয়েছেন গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো. জহিরুল আলম। ২ হাজার ৯৫৯ ভোট পেয়ে সপ্তম হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হরিন প্রতীকের মোশতাক আহমেদ রউফ মোস্তফা। আট প্রার্থীর মধ্যে অষ্টম হয়েছেন ক্রিকেট ব্যাট প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ছালাহ উদ্দিন রিমন। তিনি পান ২ হাজার ৬৪৮ ভোট। 

মোট প্রদেয় ভোটের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৮৫৯টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৬৪৩। ১ হাজার ২১৬ ভোট বাতিল হয়েছে।  মোট ভোটের ৪৬ দশমিক ৭১ শতাংশ ভোট দিয়েছেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিক নির্বাচনের রিটানিং কর্মকর্তা ফয়সল কাদেরের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করো হয়েছে।


এএফ/১৭