নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৩
১২:৫৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২৩
০৬:০৬ অপরাহ্ন
সিলেটসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।
ভূমিকম্পের বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন।
তিনি বলেন, ‘রাত ৮টা ৪৯ মিনিটের দিকে ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৪১ কিলোমিটার দূরে আসাম-মেঘালয়ের কোথাও।’
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভারতের আসামের করিমগঞ্জ জেলা থেকে ১৮ কিলোমিটার উত্তর–পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
আর গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেম বলছে, বাংলাদেশের সিলেটের কানাইঘাট উপজেলার চার কিলোমিটার দূরে ভারত সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি।
এই ভূমিকম্প বাংলাদেশ ছাড়া ভারত ও মিয়ানমারেও অনুভূত হয়েছে।
এর আগে গত ১৬ জুন সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প মাত্রা ছিল ৪ দশমিক ৫।
আরসি-০১/এএফ-০৪