আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত সাঈদীর মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৫, ২০২৩
০১:২১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২৩
০৮:১৪ পূর্বাহ্ন



আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত সাঈদীর মৃত্যু

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত সাবেক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। 

আজ সোমবার (১৪ আগস্ট) রাত ৮ টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তার ছেলে মাসুদ সাঈদী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন’ লিখে জানান, দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার রাত ৮:৪০ মিনিটে মারা যান।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন সাঈদী। পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।