নেপালকে উড়িয়ে সুপার ফোরে ভারত

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৪, ২০২৩
০৫:৪৩ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২৩
০৫:৪৩ অপরাহ্ন



নেপালকে উড়িয়ে সুপার ফোরে ভারত
এশিয়া কাপ ২০২৩


টপ ও লোয়ার মিডল অর্ডারের কল্যাণে দুইশ ছাড়িয়ে আরও সামনে গেল নেপালের সংগ্রহ। এরপর বৃষ্টির বাগড়ায় ম্যাচের দৈর্ঘ্য কমায় ভারতের লক্ষ্য ছোট হয়ে এলো। সেটা তাড়ায় রোহিত শর্মা ও শুবমান গিল কোনো সুযোগ দিলেন না প্রতিপক্ষকে। ১০ উইকেটের বিশাল জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হলো ভারতীয়দের।

সোমবার পাল্লেকেলেতে গ্রুপ পর্বের ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছে রোহিতের নেতৃত্বাধীন দল। বৃষ্টির বাগড়ায় ডিএলএস পদ্ধতিতে তাদের সামনে ছিল ২৩ ওভারে ১৪৭ রান তাড়ার চ্যালেঞ্জ। দুই ওপেনারের অপরাজিত আগ্রাসী ফিফটিতে ১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় ভারত। এই জয়ে 'এ' গ্রুপ থেকে সুপার ফোরে পাকিস্তানের সঙ্গী হলো তারা।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা নেপাল স্কোরবোর্ডে জমা করেছিল ২৩০ রানের পুঁজি। তবে পুরো ৫০ ওভার খেলতে পারেনি তারা। ৪৮.২ ওভারে অলআউট হয় দলটি।

এএন/০১