লাহোরে আজ পাকিস্তান- বাংলাদেশ লড়াই

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৬, ২০২৩
০৬:৪৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২৩
০৪:৪৫ অপরাহ্ন



লাহোরে আজ পাকিস্তান- বাংলাদেশ লড়াই
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩


এশিয়া কাপ ক্রিকেটে টিকে থাকার মিশনে দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়েছে টাইগাররা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হারলেও পরের ম্যাচেই আফগানিস্তানকে বড় ব্যবধানে হারায় সাকিবরা। বড় জয়ে পৌঁছে যায় সুপার ফোরে। এবার টাইগারদের লক্ষ্য জয় দিয়েই সুপার ফোর পর্ব শুরু করা। যদিও এ পর্বের প্রথম ম্যাচেই আজ শক্তিশালী পাকিস্তানকে মুখোমুখি হচ্ছে সাকিবরা। তবে পাকিস্তানের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী সাকিব আল হাসানের দল। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ বাবর আজমদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। 

২০১৯ বিশ্বকাপের পর এটাই প্রথম বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ম্যাচ। সর্বশেষ লড়াইয়ে সাকিব-মুশফিকুর রহিমদের ৯৪ রানে হারিয়েছিল পাকিস্তান। ওই ম্যাচে হারার আগে পাকিস্তানের বিপক্ষে টানা চার ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এরমধ্যে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়া এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৩৭ রানে। ম্যাচে ৯৯ রানে আউট হন মুশফিক। ওই আসরের ফাইনাল খেলেছিল টাইগাররা। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে ৩ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। পরিসংখ্যান ঘাটলে দেখা যায় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৩৭ ম্যাচ খেলে ৫টিতে জয় ও ৩২টিতে হেরেছে বাংলাদেশ।

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে আশাহত হওয়ার অভিজ্ঞতাও আছে সাকিব বাহিনীর। ২০১২ সালে ঘরের মাঠের এশিয়া কাপে প্রথমবারের মত ফাইনালে উঠেছিল টাইগাররা। ওই আসরে পাকিস্তানকে ছাড়া অন্যসব দলকে হারিয়েছিল তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মাত্র ২ রানের হারে বাংলাদেশ। তবে বর্তমানে দুর্দান্ত পারফরমেন্সের কারণে ওয়ানডেতে বেশ শক্তিশালী দল বাংলাদেশ। কিন্তু এবারের এশিয়া কাপে সুপার ফোর পর্বে ফেভারিট হিসেবেই শুরু করবে পাকিস্তান। কারণ ঘরের মাঠের সুবিধার পাশাপাশি বিশ্বসেরা বোলিং আক্রমণ রয়েছে দলটির। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফকে নিয়ে বিশ্বের অন্যতম ভয়ংকর পেস আক্রমণ এখন পাকিস্তানের।

এদিকে খাদের কিনারায় পৌঁছে যাওয়ার পরও এবার টুর্নামেন্টে টিকে থাকার দৃঢ় মানসিকতা দেখিয়েছে বাংলাদেশ। বাজে ব্যাটিং পারফরমেন্সের কারণে লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটে হেরে আসর শুরু করায় ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই এশিয়া কাপে বাংলাদেশের শেষ দেখেছিলেন। কিন্তু সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এখন চমক দেখানোর অপেক্ষায় সাকিবরা। ফিরে আসাটা এতটাই চমৎকার যে, রান রেটের সমীকরণের মারপ্যাচে পড়তে হয়নি টাইগারদের।

এএন/০৬