খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৬, ২০২৩
০৩:০৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২৩
০৩:০৯ অপরাহ্ন
ভয়ঙ্কর বাবর আজমকে অল্পতে আটকানো গেলেও আটকানো যায়নি পাকিস্তানের রানের চাকা।
শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানের হারে শুরুর পর আন্ডারডগ আফগানদের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়ানো। কিন্তু সুপার ফোরে ব্যর্থতার বাঁকে ফেরা। ব্যাটে দারুণ ব্যর্থতায় স্বল্প পুঁজি নিয়ে পাকিস্তানের বিপক্ষে সুবিধা করতে পারিনি টাইগাররা। সুপার ফোরের শুরু তাই ৭ উইকেট ব্যবধানের হার দিয়ে।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে যায় ৬৩ বল হাতে রেখে। ওপেনার ইমাম উল হক খেলেছেন ৮৪ বলে ৭৮ রানের নান্দনিক এক ইনিংস। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৫টি চার।
ফখর জামান (২০) ও অধিনায়ক বাবর আজম (১৭) সেট হয়ে আউট হলেও মোহাম্মদ রিজওয়ান খেলেছেন বড় ইনিংস।
৭৯ বলে ৬৩ রানের ইনিংস খেলে দলকে জিতিছে মাঠ ছাড়েন রিজওয়ান। আঘা সালমান অপরাজিত থাকেন ১২ রানে। বাংলাদেশের পক্ষে একটি করে উেইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। নাঈম শেখ ২০, লিটন দাস ১৬ ও তাওহীদ হৃদয় ২ রান করে সাজঘরে ফিরেন। আফগানদের বিপক্ষে শতক হাঁকানো মেহেদী হাসান মিরাজ আজ রানের খাতাই খুলতে পারেননি।এরপর সাকিব আল হাসান ৫৩ ও মুশফিকুর রহিম ৬৪ রানের ইনিংস খেলে দলের হাল ধরেন। তবে শেষ দিকের ব্যাটিং বিপর্যয়ে ৩৮ দশমিক ৪ ওভারেই ১৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
পাকিস্তানের পক্ষে ৬ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন হারিস রউফ। নাসিম শাহ পান ৩টি উইকেট।
এএফ/০৪