নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের প্রথম টেস্ট সিলেটে

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৮, ২০২৩
০৬:৩৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২৩
০১:২৯ অপরাহ্ন



নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের প্রথম টেস্ট সিলেটে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ছবি- সংগৃহীত


বাংলাদেশের বিপক্ষে দুই দফায় ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। প্রথম দফায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে তারা। ওয়ানডে সিরিজ শেষে বিশ্বকাপ খেলতে ভারত যাবে দুই দল। সেখান থেকে ফিরে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউই ও টাইগাররা। গতকাল টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে লাল বলের সিরিজের ভেন্যু জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আগামী ২৮শে নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৬ই ডিসেম্বর। প্রথম ম্যাচ দিয়ে ৫ বছর পর আন্তর্জাতিক টেস্ট ফিরছে সিলেটে। ২০১৮ সালের ৩রা নভেম্বর  দেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। সেই টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫১ রানে হেরেছিল বাংলাদেশ। এরপর আর কোনো টেস্ট হয়নি সিলেটে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২১, ২৩ ও ২৬শে সেপ্টেম্বর দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।

এএন/০৩