সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৩
০৫:৪৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২৩
০৯:৩২ পূর্বাহ্ন
লটারিতে এক মিলিয়ন দিরহাম বা প্রায় তিন কোটি টাকা জিতেছেন সৌদিপ্রবাসী বাংলাদেশি মো. শাহিন।
বুধবার (২০ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের ‘মাহজুজ ড্র’ জিতে এ টাকা পান তিনি।
৩১ বছর বয়স্ক শাহিন দাম্মামের একটি ঠিকাদারি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করেন।
মো. শাহিন বলেন, ‘লটারি জয়ের মুহূর্তটি সম্পূর্ণ একটি চমকের মতো লাগছিল। ওই সময় আমি একা ছিলাম। আমার কাছে সাপ্তাহিক র্যাফেল ড্রয়ের পুরস্কারের একটি ইমেল আসে। র্যাফেল আইডি নম্বর ৩৮২২৫৮১৯। আমি মেইলটি দেখে অভিভূত হয়ে পড়ি। পরে খবরটি যাচাই করার জন্য লটারি কোম্পানি মাহজুজ অ্যাকাউন্টে লগইন করি। সেখানে দেখি এক মিলয়ন দিরহামের পুরস্কারের টাকা। আমি হতবাক ও বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।’
এএফ/০১