মিরর খেলা ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৩
০৫:২৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২৩
০৫:২৩ অপরাহ্ন
ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে একসঙ্গে তিন ফরম্যাটেই র্যাংকিংয়ে শীর্ষে উঠল ভারত। শুক্রবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে তারা এই ইতিহাস গড়ে। বিশ্বকাপের আগমুহূর্তে এই সিরিজ বিশ্রামে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাসহ বেশ কয়েকজন। ভারতকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল।
আইসিসি র্যাংকিংয়ের তিন ফরম্যাটেই শীর্ষে ওঠার রেকর্ড প্রথম গড়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০১২ সালে তারা ইংল্যান্ড সফরে গিয়ে তিন ফরম্যাটেই সিরিজ খেলছিল। টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে এই সংস্করণের শীর্ষে উঠেছিল গ্রায়েম স্মিথের দক্ষিণ আফ্রিকা। যদি টেস্ট সিরিজ ইংল্যান্ড জিতত, তাহলে তারাই হতো এই ফরম্যাটের শীর্ষ দল।
টেস্ট সিরিজের মাঝেই তারা টি-টোয়েন্টিতেও শীর্ষে উঠে যায়।
এরপর ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে এই সংস্করণেও শীর্ষে ওঠে দক্ষিণ আফ্রিকা। ১১ বছর পর দক্ষিণ আফ্রিকার সেই ইতিহাসের ভাগীদার হলো ভারত। এই দুটি দল ছাড়া ক্রিকেট ইতিহাসে আর কোনো দল একসঙ্গে তিন ফরম্যাটের শীর্ষে উঠতে পারেনি। অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের পরের দুটি ম্যাচ হারলে ভারত এই শীর্ষস্থান হারাতে পারে।
এএন/০৩