তামিমকে নিয়ে রিস্কে যেতে পারি নাই: নান্নু

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২৭, ২০২৩
০৩:০৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২৩
০৩:০৭ পূর্বাহ্ন



তামিমকে নিয়ে রিস্কে যেতে পারি নাই: নান্নু


বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই দলে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। কোমরের ইনজুরি আছে তার। ওই ইনজুরি ও ফিটনেসের কথা চিন্তা করে টিম ম্যানেজমেন্ট বাঁ-হাতি ওপেনারকে নিয়ে ঝুঁকি নিতে পারেননি বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 

মঙ্গলবার অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাককে নিয়ে সংবাদ সম্মেলনে এসে মিনহাজুল আবেদিন বলেন, ‘তামিমের ইনজুরি অনেকদিনের। ইনজুরির সঙ্গে ফাইট করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরলেও আবার প্রশ্ন এসেছে। ইনজুরি, ফিটনেসের কথা চিন্তা করে ওকে আমরা রাখতে পারি নাই। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছিল। আমরা আলোচনা করে রিস্কে যেতে পারি নাই।’ 

তামিমকে নিয়ে রিস্ক নিতে না পারার কারণ হিসেবে লম্বা সময় ধরে বিশ্বকাপ হওয়া, অনেকগুলো ম্যাচ থাকার কথা উল্লেখ করেছেন প্রধান নির্বাচক। তিনি জানিয়েছেন, তামিম টুর্নামেন্টের মাঝপথে খেলতে না পারলে তাদের বেকায়দায় পড়তে হতো, ‘বিশ্বকাপ অনেকদিনের ব্যাপার। অনেকগুলো ম্যাচ আছে। গুরুত্বপূর্ণ ইভেন্ট, এসব বিষয় চিন্তা করে ওকে (তামিম) স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।’ 

‘আনফিট’ তামিমের বিশ্বকাপ দলে কোচ ও অধিনায়ক চাননি। কিংবা বিশ্বকাপে তামিম পাঁচ ম্যাচ খেলতে পারবেন এমন কথা সংবাদ মাধ্যমসহ সোস্যাল মিডিয়ায় ছড়ালেও নান্নু জানিয়েছেন, এমন কোন তথ্য তাদের কাছে নেই। বরং তামিমের বিষয়ে মেডিকেল বিভাগ থেকে তারা সুনির্দিষ্ট তথ্য নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন। 

সাবেক অধিনায়ক নান্নু বলেন, ‘সার্বিকভাবে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে। মেডিকেল ডিপার্টমেন্ট আপডেট দিয়েছে। সবাই মিলে আলোচনা হয়েছে। সবার থেকে আপডেট নিয়ে কথা বলে এরপরই আমরা সিদ্ধান্ত নিয়েছি।’   

বিশ্বকাপ দলে অনভিজ্ঞ ওপেনার তানজিদ তামিমের বিষয়ে প্রধান নির্বাচক বিশ্বাস, তিনি বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারবে, ‘আমরা অনেকগুলো ওপেনারকে দেখেছি। এর মধ্যে তানজিদ তামিম হাইপারফরম্যান্সে ছিল। ইমার্জিং এশিয়া কাপে ভালো করেছে। ওকে আরও কিছুটা ট্রাই করলে ভালো করতে পারবে। বিশ্বকাপে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারবে।’


এএফ/০৩