ভিডিও বার্তা নিয়ে আসছেন তামিম

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২৭, ২০২৩
০১:০৩ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২৩
০৬:০৩ অপরাহ্ন



ভিডিও বার্তা নিয়ে আসছেন তামিম


অনেক আলোচনা-সমালোচনার পর তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। তামিম কেন দলে নেই এনিয়ে নির্বাচকরা তাদের অবস্থান পরিস্কার করেছেন। কিন্তু তামিমের নিজের কোনো কথা জানা যায়নি। এবার সেটাই সামনে আসতে যাচ্ছে। তামিম নিজেই জানালেন, সবকিছু পরিষ্কার করতে ভিডিও বার্তা নিয়ে আসছেন তিনি।

বুধবার ফেসবুকে তামিম লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কার ভাবে সবকিছু জানার অধিকার রাখে।’

গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সঙ্গে বিশ্বকাপের দল ও জার্সি উন্মোচন করে বিসিবি। দিন জুড়েই আলোচনা ছিল তামিম নাকি নির্বাচকদের বলেছেন তিনি পুরো ফিট নন। ওদিকে অধিনায়ক সাকিব ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে পুরো ফিট না হলে কাউকে দলে চান না, এমন শোনা যাচ্ছিল। এমনকি সাকিব বিশ্বকাপে অধিনায়ক থাকতে চান না এমন আলোচনাও ছিল। এসব নিয়ে দিনভর অনেক নাটকের পর শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই ঘোষিত হয় বিশ্বকাপ দল।

এদিকে তামিমের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে যখন চারদিকে তুমুল আলোচনা-সমালোচনা, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতরাতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

‘একটি তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে’- উল্লেখ করে মাশরাফী লিখেন, ‘তামিমকে বাদ দিয়েছে, আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।’

এরপর মাশরাফী আরও লিখেন, ‘এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’

তামিম কী তাহলে আসল সত্যটাই নিয়ে আসছেন!

আরসি-০২