বিশ্বকাপের পর সাকিব আর অধিনায়কত্ব করবেন না

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২৮, ২০২৩
০১:০৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২৩
০৩:০৬ পূর্বাহ্ন



বিশ্বকাপের পর সাকিব আর অধিনায়কত্ব করবেন না


বিশ্বকাপ দলে না থাকার ব্যাখ্যায় গতকাল বিকেলে ফেসবুকে এক ভিডিও বার্তায় তামিম ইকবাল রীতিমতো বোমা ফাটিয়েছেন। সেটির রেশ থাকতেই রাতে একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানালেন আরেক খবর। বিশ্বকাপের পরই অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার। টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের অধিনায়কত্ব-প্রসঙ্গ থাকল এখানে—         

অধিনায়কত্বের সিদ্ধান্ত নেওয়া যে কারণে

‘এই বয়সে এসে আর এই চাপ নেওয়ার দরকারই নেই। আমি হাসিখুশি থাকতে চাই। উপভোগ করতে চাই। পারফর্ম করতে চাই বাংলাদেশের হয়ে। ক্যারিয়ারের শেষ সময়টা নিজের মতো উপভোগ করতে চাই। এই পরিস্থিতিতে এসব আর চাই না। তখন তিনি (পাপন) সব বর্ণনা করলেন, এখন কী পরিস্থিতি। তাদের কাছে, কোচের কাছে, টিম ম্যানেজমেন্টের কাছে মনে হল, আমি ছাড়া এটা সম্ভব না। আমি বললাম ওকে ঠিক আছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম অধিনায়কত্ব করার। সবাই বলেছে দলের জন্য তোমার অধিনায়কত্ব করা দরকার দলের জন্য, তোমার জন্য নয়। ঠিক এ কারণে অধিনায়কত্ব নিয়েছি।’ 


বিশ্বকাপের পরই শেষ অধিনায়কত্ব

‘এখন যে বাস্তবতা, আমি শুধু এই বিশ্বকাপ পর্যন্তই অধিনায়কত্ব করব। এর একদিন পরই না। ১৭ সেপ্টেম্বর পদত্যাগ করেছিলাম। তখন কি জানতাম এই পরিস্থিতিগুলো হবে। পাপন ভাই, প্রধান নির্বাহীকে ই-মেইল করেছি। আমি আর অধিনায়কত্ব করব না। যে কারণে এশিয়া কাপের আগে অধিনায়কত্ব করতে চাইনি, এবারও তাই। আমি হাসি মুখে খেলতে চেয়েছি, উপভোগ করতে চেয়েছি। বাংলাদেশের হয়ে পারফর্ম করতে চেয়েছি। এই একটা কারণেই অধিনায়কত্ব করতে চাইনি। এই পর্যায়ে এসে অধিনায়কত্ব কি কোনো ভ্যালু অ্যাড করছে? আমি তো মনে করি না। ’

সাকিব আরও জানিয়েছেন, শিগগির টেস্ট ছেড়ে দেবেন দিবেন তিনি। আর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে টি-টোয়েন্টি সংস্করণের খেলা ছাড়বেন। ওয়ানডে ছাড়বেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে।


এএফ/০২