তামিম নয় সিলেটের এবাদতকে সবচেয়ে বড় মিসিং অস্ত্র বলছেন সাকিব

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২৯, ২০২৩
০৩:২৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২৩
০৩:২৯ পূর্বাহ্ন



তামিম নয় সিলেটের এবাদতকে সবচেয়ে বড় মিসিং অস্ত্র বলছেন সাকিব


ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে নেই তামিম ইকবাল। ইনজুরির কারণ দেখিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে তোলপাড় চলছে। তাঁর আরো আগে ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডানহাতি দীর্ঘদেহী পেসার এবাদত হোসেন। ভারতের কন্ডিশনে তামিম নয় বরং এবাদতকে সবচেয়ে বড় মিসিং বললেন অধিনায়ক সাকিব আল হাসান। 

ক্রীড়া বিষয়ক সম্প্রচারমাধ্যম টি-স্পোর্টসকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। বৃহস্পতিবার রাতে যেটির দ্বিতীয় পর্ব প্রচারিত হয়েছে। সেখানে সাকিব জানিয়েছেন, ভারতে কন্ডিশনে এবাদত খুব কার্যকর হতো। তার দলে একটাই মিসিং, সেটা হচ্ছেন এবাদত। 

সাকিব বলেছেন, ' পুরো বিশ্বকাপে আমার একটাই মিসিং, সেটা এবাদত। যেখানে, যে কন্ডিশনে (ভারত) খেলা হবে, আমার সবচেয়ে বড় অস্ত্রটা নেই। আমার কাছে মনে হয়, দলে আর কোন উইকনেস (দুর্বল জায়গা) নেই। আমরা সবদিকে কাভার করেছি। এই ১৫ জনের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। যে সুযোগ পাবে আশা করছি দেশের জন্য ভালো কিছু করবে।' 

ওপেনিংয়ে তামিম ইকবাল নেই, লিটন দাসের ফর্মও ভালো যাচ্ছে না। তরুণ তানজিদ তামিম মাত্র চারটি ওয়ানডে খেলে ব্যর্থ হয়েছেন। তবু সাকিব তাদের ওপর পূর্ণ আস্থা রাখছেন। তার মতে, লিটন ও তানজিদ তামিম খুবই উচ্ছ্বসিত হওয়ার মতো খেলোয়াড়। 

সাকিব বলেছেন, ‌'লিটন-তানজিদ; দু'জনই খুব এক্সসাইটেড প্লেয়ার। আমার কাছে মনে হয়, তারা আমাদের দলের গেম চেঞ্জার। তাদের কাছে প্রত্যাশা, যেদিন শুরু পাবে ওইদিন যেন ম্যাচটা জিতিয়ে আসে। আর কিচ্ছু করতে হবে না। নয় ম্যাচে হয়তো দুইটা, সর্বোচ্চ তিনটা, ওদের দুই-থেকে তিনটা খুব ভালো ম্যাচ খেলতে হবে। তাহলেই হবে।' 

লিটন এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ক্রিকেটার হতে পারেন বলেও বিশ্বাস সাকিবের, 'আমার কেন জানি মনে হয়, এই বিশ্বকাপের ওয়ান অব দ্য বেস্ট প্লেয়ার হবে লিটন। ওর থেকে ব্যাটিং ছাড়া এই মুহূর্তে বেশি কিছু পাওয়ার নেই। যেভাবে পারফর্ম করবে আমি সিওর ওর দিকে মানুষ তাকিয়ে থাকবে।'

এছাড়া দলের ওপেনার সংকটের দায় তামিমকে দিয়েছেন সাকিব আল হাসান। তার নেতৃত্বের সময় বিকল্প কাউকে তৈরি করা হয়নি দাবি করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের মতো চাপহীন সিরিজে নতুন কাউকে ট্রাই করে ১২টার মতো ওয়ানডে খেলিয়ে রাখলে ওপেনার সংকট তৈরি হতো না বলে বিশ্বাস সাকিবের।


এএফ/০২