নাশকতার হুমকিতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল!

খেলা ডেস্ক


অক্টোবর ০৫, ২০২৩
০৩:০২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২৩
০৩:১৯ পূর্বাহ্ন



নাশকতার হুমকিতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল!


কে নাচবেন, কে গাইবেন, আরও কী আয়োজন থাকবে, অতিথি হিসেবেই বা কারা থাকবেন- বুধবার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সূচি আর আয়োজনের সব পরিকল্পনা ঠিক হয়ে ছিল। আগের দিনই এসব আয়োজনের বিষয় আর সময় জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু মঙ্গলবার মধ্যরাতে জানা গেল, বাতিলও হয়ে গেছে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান!

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায়, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অনুষ্ঠানে পারফর্ম করার কথা আশা ভোসলে, অরিজিত সিং, রণবীর সিংসহ আরও অনেক তারকার। এ ছাড়া ফায়ার ওয়ার্কসসহ বর্ণিল লেজার শো হওয়ার কথাও ছিল। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কথা জানায় বিসিসিআই। কী কারণে অনুষ্ঠান বাতিল হল সেটিও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ই জুন গুলি করে হত্যা করা হয় হারদিপ সিং নিজ্জারকে। এর পর থেকেই দু’দেশের মধ্যে চলছে উত্তেজনা। তারই জের ধরে খালিস্তান আন্দোলনের এক নেতা বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেয় বিসিসিআই।

এএন/০১/০৫১০২৩