লিটনের ‘লজ্জাজনক’ কাণ্ডে ‘উদ্বিগ্ন’ বিসিবি

খেলা ডেস্ক


অক্টোবর ১৭, ২০২৩
০৪:২৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২৩
০৪:২৭ অপরাহ্ন



লিটনের ‘লজ্জাজনক’ কাণ্ডে ‘উদ্বিগ্ন’ বিসিবি


নির্বিষ বোলিং তো নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে এবারের বিশ্বকাপে। ব্যাটিংটাও হচ্ছে যাচ্ছেতাই। ব্যাটিং-অর্ডার যেখানে থিতু নয়, সেখানে দুর্দান্ত ব্যাটিং প্রত্যাশা করা আকাশকুসুম চিন্তা ছাড়া আর কিছুই নয়। বাস্তবে সেটাই হচ্ছে। জয়ে বিশ্বমঞ্চে নতুন মিশন শুরু হলেও হজম করতে হচ্ছে হারের তেতো স্বাদ। এখন তো হারের বৃত্তেই আটকে আছে টাইগাররা।

মাঠের লড়াইয়ের বেহালদশার মধ্যে বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেটের। বৈশ্বিক আসর মাঠে গড়ানোর আগে তামিম ইকবালের বাদ পড়াটা কম আলোচনার খোরাক জোগায়নি। মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ দলে ডাক পাওয়া নিয়েও জল ঘোলা হয়েছে অনেকটা। ১৯ অক্টোবর গুরুত্বপূর্ণ ভারত ম্যাচের আগে এবার বিতর্কের জন্ম দিলেন তারকা ক্রিকেটার লিটন দাস।

এমনিতে দলের মতো মাঠের লড়াইয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না লিটনেরও। তার হাতের ব্যাটটা যেন হাসতেই চাচ্ছে না। ক্যারিয়ারের এমন বাজে সময়ে এসে বিতর্কে জড়ালেন এ উইকেটরক্ষক-ব্যাটার। তার বিরুদ্ধে অভিযোগটা বেশ গুরুতর, একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত। লিটনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছে গণমাধ্যম। নিরাপত্তারক্ষীদের ডেকে বাংলাদেশের সাংবাদিকদের হোটেল থেকে বের করে বাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন লিটন। এই অভিযোগ নিয়ে রবিবার থেকেই সরব হয়ে উঠেছে দেশের গণমাধ্যম। খবরটা ভাইরাল হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিটনের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যায়। যা চলছে এখনও। নিজের ভুল বুঝতে পেরে গতকাল সকালে অফিসিয়াল ফেসবুক পেজে অবশ্য দুঃখ প্রকাশ করে পোস্ট দিয়েছেন লিটন। ফেসবুক পোস্টে হাত জোড় করা ইমোজি দিয়ে লিটন লিখেছেন, ‘গতকাল (রবিবার) টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’

লিটনের এমন অশালীন আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও। পুনেতে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, লিটনের বাজে আচরণে উদ্বিগ্ন বোর্ড। তবে একই সঙ্গে সাফাই গেয়ে বোর্ড পরিচালক বলেন, লিটন ইচ্ছাকৃতভাবে এটা করেনি, ‘অবশ্যই বিসিবি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। আমার ধারণা লিটন এরই মধ্যে তার ফেসবুকে পেজে দুঃখ প্রকাশ করেছে। সে ইচ্ছাকৃতভাবে কিছু করেনি। হয়তো আপনাদের বের করে দেওয়ার কথাটাও সে বলেই নাই। সে হয়তো অস্বস্তি বোধ করছিল। আমি যেহেতু ছিলাম না, তাই সঠিক উত্তরটা দিতে পারব না। তবে ও যেটা বলেছে, সে অস্বস্তি বোধ করছিল। সেটাই সে নিরাপত্তারক্ষীদের জানিয়েছে। এখন নিরাপত্তারক্ষীরা আপনাদের কীভাবে জানিয়েছে, সেটা আমি জানি না।’

তবে সে যাই হোক না কেন, লিটনের কাণ্ডটি দেশের জন্য লজ্জাজনক। বাংলাদেশের সাবেক এ অধিনায়ক অন্তত সেটাই মনে করছেন, ‘আমি আবার বলছি, কোনো কিছুই ইচ্ছাকৃত ছিল না। আমরা সব সময় ভাবি যে, আপনারা কষ্ট করে বাংলাদেশ থেকে এসেছেন। এটা আমাদের দেশের জন্যও লজ্জাজনক ব্যাপার, যদি আমাদের মিডিয়াকে এখান থেকে সরে যেতে বলা হয়। এটা আমাদের জন্যও ঠিক না। আমরা সব সময় আপনাদের ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য উৎসাহ দিই।

মাঠে চলছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর আসর। মহাগুরুত্ব এ মিশনকে সামনে রেখে ক্রিকেটারদের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলার কড়া নির্দেশ দিয়েছে বিসিবি। বোর্ড থেকে জানানো হয়, শুধু ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সংবাদ সম্মেলনে কথা বলবে কোনো ক্রিকেটার বা কোচিং প্যানেলের কেউ। এ কারণে অনেকের বিরুদ্ধে ম্যাচের দিন মিক্সজোনে সাংবাদিকদের সঙ্গে কথা না বলার অভিযোগও উঠেছে। বোর্ডের বেঁধে দেওয়া সেই নিয়ম মানতে গিয়ে অতি উৎসাহী লিটন ঘটিয়ে ফেলেছেন বড় এক অঘটন!

বিশ্বকাপে ক্রিকেটারদের সংবাদমাধ্যম থেকে দূরে রাখার কারণ কী? ব্যাখ্যা দিয়ে সুজন বলেন, খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখতেই এই সিদ্ধান্ত, “এবার আমরা একটা দূরত্ব রেখেছি, শুধু ম্যাচের আগের দিন আপনাদের সঙ্গে কথা বলতে দিচ্ছি। আমরা চাই যে খেলোয়াড়রা মানসিকভাবে একটু দূরে থাকুক, ক্রিকেটের সঙ্গে থাকুক। ক্রিকেট নিয়ে চিন্তা করুক। তারপরও আমরা দুঃখিত। আমরা সবাই ভেবেছি, লিটন এটা কীভাবে বলল! আমি আজ (গতকাল) সকালেও লিটনের সঙ্গে কথা বলেছি। সে বলেছেÑ‘আমি কোনোভাবেই কাউকে ছোট করতে চাইনি। এটা আমার ভুল হয়েছে। আমি অস্বস্তিবোধ করছিলাম বলেই বলেছি’।”

সাংবাদিকদের সঙ্গে লিটন এর আগে বাজে আচরণ করলেও সুজন সেটা এড়িয়ে যান। বলেন, ‘বাংলাদেশের কোনো খেলোয়াড় এর আগে কখনও এমনটা করেনি। লিটনকেও আমি কখনও উদ্ধত হতে দেখিনি। এখন সে সময় কী হয়েছিল ওর, সেটা আমি জানি না। এখন আমি যেটা বলেছি, সেটা ওর সঙ্গে আমার যে কথা হয়েছে তার ভিত্তিতে বলেছি।’

লিটনের এমন অসভ্যতার পেছনে তার ব্যাটিং ব্যর্থতার ব্যাপারটা কাজ করতে পারে। এমনটাই মনে করেন সুজন। তবে তার মেজাজ দেখানোর ঘটনায় বিসিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন বোর্ড ডিরেক্টর, ‘যেটা হয়, কোনো দল হারলে অনেক সময় নেগেটিভিটি কাজ করে। নিজেদের গুটিয়ে রাখতে চায়। আমরা চেষ্টা করছি একসঙ্গে বাইরে গিয়ে ডিনার করার এবং সবকিছু করার। তবে দিন শেষে শারীরিক চাপের চেয়েও মানসিক চাপটা অনেক বেশি। রান করতে পারছে না- সেটা সমস্যা তৈরি করছে। ওই সব কারণে কিছু হয়েছে কি না, জানি না। কিন্তু আমি বাংলাদেশ ক্রিকেট দল এবং বিসিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আমরা চাই আপনারা বিষয়টাকে ইতিবাচকভাবে নিয়ে বাকি ৬ ম্যাচেও সমর্থন করবেন, যাতে ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারি।’

এএফ/০৮