বাংলাদেশের ভালো ও ভারতের খারাপ দিন চান হাথুরু

খেলা ডেস্ক


অক্টোবর ১৯, ২০২৩
০২:২৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৯, ২০২৩
০২:২৯ পূর্বাহ্ন



বাংলাদেশের ভালো ও ভারতের খারাপ দিন চান হাথুরু


ভারত সামর্থ্যের শতভাগ খেলতে পারলে বাংলাদেশ কী সামর্থ্যের শতভাগ দিয়ে জিততে পারবে? উত্তর সম্ভবত না। আর সেজন্যই ভারতের বিপক্ষে জিততে দলের ক্রিকেটারদের থেকে পরিপূর্ণ ক্রিকেট চান বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সঙ্গে ভারতের খারাপ দিনও চান তিনি। 

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘ভারতের বিপক্ষে আমরা আগে জিতেছি। কিন্তু বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমাদের পরিপূর্ণ ক্রিকেট খেলতে হবে। সামর্থ্যের সেরাটা দিতে হবে। যদি ভারতের খুব ভালো দিন না যায় এবং আমরা সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে দিনটা আমাদের হতে পারে।’ 

বাংলাদেশ শতভাগ দিলেও ভারতকে হারাতে পারবে না এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক এক ক্রিকেটার ও ধারাভাষ্যকার। হাথুরুসিংহে জবাবে বলেন, ‘আমি কেবল দলের কাছে শতভাগ চাইতে পারি। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যেকোন দলকেই হারাতে পারবো।’ 

বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডার এলোমেলো হয়ে গেছে। মেহেদী মিরাজ তিন-চারে ব্যাট করতে নামছেন। যে কারণে নাজমুল শান্তর অর্ডার বদলে গেছে। তাওহীদ হৃদয়কে খেলতে হচ্ছে সাতে। ব্যাটিং অর্ডারের এই বদল পারফরম্যান্সে প্রভাব ফেলছে কিনা প্রশ্নে হেড কোচ জানিয়েছেন, এটা বিশ্বকাপে তাদের কৌশলের অংশ। দলের অন্যদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

হাথুরুসিংহে বলেছেন, ‘কৌশল অনুযায়ী আমরা ব্যাটিং অর্ডার পরিবর্তন করেছি। যেটা ভালো কম্বিনেশন মনে হয়েছে সেভাবে করা হয়েছে। ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। তারাও ব্যাটিং অর্ডার নিয়ে অভিযোগ করেনি। এটা করে কিছু ম্যাচে অমরা সাফল্য পেয়েছি, আবার সাফল্য আসেনি এমনও হয়েছে। তবে এই বিশ্বকাপ নিয়ে আমরা আমাদের পরিকল্পনায় স্থির থাকবো।’ 

বিশ্বকাপে আসা দলটা সেটেল নয় এমন মনে হয়নি বলেও উল্লেখ করেছেন হাথুরুসিংহে। তার মতে, দল সেটেল কিন্তু তারা পরিপূর্ণ ব্যাটিং পারফরম্যান্স দিতে পারছে না। আগামী ম্যাচে পরিপূর্ণ ব্যাটিং হবে এমন আশা তার। এছাড়া ভারতের বিপক্ষে বোলিং লাইনআপে পরিবর্তন আসতে পারে এমন ইঙ্গিতও দিয়েছেন  লঙ্কান এই কোচ।


এএফ/০১