দল কলকাতায় কিন্তু সাকিব কেন ঢাকায়!

খেলা ডেস্ক


অক্টোবর ২৫, ২০২৩
০৭:৪৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৬, ২০২৩
১২:২২ পূর্বাহ্ন



দল কলকাতায় কিন্তু সাকিব কেন ঢাকায়!

চোট কাটিয়ে দলে ফিরে সাকিব আল হাসান মঙ্গলবার খেলেছেন দক্ষিণ আফ্রিকার সঙ্গে। দল হেরেছে বাজেভাবে। এরপর আজ দুপুরে পরের ম্যাচ খেলতে কলকাতায় গেছেন দলের সবাই। কিন্তু সাকিব মুম্বাই থেকে চলে এসেছেন ঢাকায়।

এসেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে চলে যান সাকিব। সেখানে বিকেএসপিতে থাকাকালীন তার কোচ নাজমুল আবেদীন ফাহিমের শরনাপন্ন হন তিনি। বেশ অনেকক্ষণ তার সঙ্গে ভুলত্রুটি কাজ করেন বলে জানা গেছে। সাকিব ২৭ অক্টোবর কলকাতায় গিয়ে পরদিন নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ খেলবেন। ইনজুরির কারণে এক ম্যাচ না খেললেও বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে সাকিবের পারফর্ম্যান্স ঠিক সাকিব-সুলভ নয়।

৪ ম্যাচ খেলে সাকিব করেছেন মোটে ৫৬ রান। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। অথচ গত বিশ্বকাপে দুই সেঞ্চুরিসহ সাকিব ৬০৬ রান করেছিলেন সাকিব। অধিনায়ক সাকিব যেমন মলিন, তেমনি মলিন বাংলাদেশও। বিশ্বকাপের ৫ ম্যাচ খেলে মাত্র ১টি জয় সম্বল সাকিবদের। সেমিফাইনালের স্বপ্নটাও প্রায় শেষ হয়েছে বাংলাদেশের।

আরসি-০৪