খেলা ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৩
০৮:০৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৫, ২০২৩
০৮:০৫ অপরাহ্ন
বাড়ির পাশের দেশ ভারতে বিশ্বকাপ। সেখানকার কন্ডিশন ছিল পরিচিত। তবুও ব্যর্থ মিশন পাকিস্তানের। ৯ ম্যাচের মধ্যে মাত্র ৪ জয় নিয়ে সেমিফাইনালে উঠতে হয়েছে বিরানব্বইয়ের চ্যাম্পিয়নরা। সেই ব্যর্থতার পর বাবর আজমের নেতৃত্ব নিয়ে সমালোচনা হচ্ছিল। অনেকেই তাকে সরিয়ে দেওয়ার পরামর্শও দেন। অবশেষে ব্যর্থতার দায় নিয়ে সব ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েই দিলেন বাবর।
আজ এক বিবৃতিতে বাবর নিজেই নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটসম্যান সেই বিবৃতিতে সতীর্থ, কোচ, ম্যানেজমেন্ট ও সমর্থক এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, ‘আজ আমি সব ফরম্যাটে পাকিস্তানের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে আমি মনে করি এটাই সঠিক সময়। আমি তিন ফরম্যাটেই খেলোয়াড় হিসেবে পাকিস্তানের প্রতিনিধিত্ব চালিয়ে যাব। আমি এখানে আমার অভিজ্ঞতা দিয়ে নতুন অধিনায়ক এবং দলকে সমর্থন দিয়ে যাবো।’
সেই বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ২০১৯ সালে পিসিবির কাছ থেকে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তাব পাওয়ার মুহূর্তটি আমার স্পষ্ট মনে আছে। গত চার বছরে আমি মাঠে এবং মাঠের বাইরে অনেক উত্থান-পতনের অভিজ্ঞতা অর্জন করেছি। তবে আমি আন্তরিকভাবে এবং আবেগের সঙ্গে ক্রিকেট বিশ্বে পাকিস্তানের গর্ব এবং সম্মান বজায় রাখতে চেয়েছিলাম।’
এবারের বিশ্বকাপে বাবর ৯ ম্যাচে ৪০ গড়ে এবং ৮২.৯০ স্ট্রাইক রেটে ৩২০ রান করেছেন- যা পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ।
আরসি-০৭