খেলা ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৩
০৩:৫৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৮, ২০২৩
০৭:১৪ অপরাহ্ন
নাজমুল হাসান শান্ত। -ফাইল ছবি
নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট সিলেটে অনুষ্ঠিত হবে, দ্বিতীয়টি হবে ঢাকায়। এ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় সিরিজের প্রথম টেস্টের জন্যে নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাঁহাতি ব্যাটার নাজমুল হাসান শান্ত।
শান্তকে অধিনায়ক করার তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
আজ শনিবার (১৮ নভেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে জালাল ইউনুস এই তথ্য জানান।
টেস্ট দলের সহঅধিনায়ক লিটন দাসের এক মাসের ছুটি নিয়েছেন বলেও জানান তিনি।
জালাল ইউনুস সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ‘লিটন দুই মাসের জন্য ছুটি চেয়েছে। আমরা এক মাসের ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার ছুটির জন্য বলছিল। তাই ছুটি দিয়েছি।’ লিটন না থাকায় নাজমুলকে অধিনায়ক করার কথা জানিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘সামনের দুটি টেস্টে শান্ত (নাজমুল) অধিনায়ক।’
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।
এএফ/০৭