খেলা ডেস্ক
জানুয়ারি ০২, ২০২৪
০৬:৪০ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০২, ২০২৪
০৬:৪০ অপরাহ্ন
সিলেট নগরের দক্ষিণ সুরমাস্থ একটি ইনডোর গ্রাইন্ডে আয়োজিত বারখলা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে বারখলা বোল রাইডার্স টিম। সোমবার (১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলে বারখলা এভেঞ্জারকে পরাজিত করে। লিগে ৪টি টিম অংশ নেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বারখলা রুপালী যুব সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, ব্যবসায়ী দিলওয়ার হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, সৌদি প্রবাসী সোহেল আহমদ, শাহরিয়ার কামাল রিপন, মিজানুর রহমান মিজান, ফরহাদ আহমদ, তানভীর আহমদ নাঈম, আমিনুল ইসলাম সুফি, আলমাছ মিয়া, তুফায়েল আহমদ, রায়হান চৌধুরী, জুবায়েল আহমদ, জান্নাতুর রহমান সাদিক, তানভীর আহমদ আলো, আবুল মনসুর রায়হান, তানিম আহমদ হৃদয়, রায়হান আহমদ পাপ্পু, আরিয়ান আহমদ, অমিক আহমদ প্রমুখ।
এএন/০৫