সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০৮, ২০২৪
০৭:৩৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৯, ২০২৪
০৯:২৯ পূর্বাহ্ন
বাণিজ্যিক মন্ত্রণালয় কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী ও শিল্পপতি কমর উদ্দিন চৌধুরী পাপলুকে (সি আই পি) সংবর্ধনা প্রদান করা হয়েছে। জকিগঞ্জ থানার মনসুরপুর গ্রামের কৃতি সন্তানকে স্থানীয় রতনগঞ্জ এলাকাবাসীর পক্ষ থেকে এ গণসংবর্ধনা প্রদান করা হয়।
আল্লমা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে ও আব্দুর রহিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সীমান্তিক টি টি কলেজপর অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, এক্সিম ব্যাংক সিলেট এর জোনাল ম্যানেজার ফয়সাল আহমদ চৌধুরী, ইছামতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, লুৎফর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছালিক আহমদ চৌধুরী, বাংলাদেশ রেলওয়ের সাবেক উর্ধতন কর্মকর্তা ও রেলওয়ে শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মখলিছুর রহমান চৌধুরী, ৯নং মানিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহতব হোসেন চৌধুরী, মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন চৌধুরী। এছাড়াও শিক্ষক, সাংবাদিক, লেখক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লিজেন্ড এক্সপ্রেস কোম্পানি লিমিটেড লন্ডন'র চেয়ারম্যান ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান সম্নয়ক যুক্তরাজ্য প্রবাসী হাসনাত চৌধুরী।
এএন/০১