বালাগঞ্জে সরকারি ভূমি দখল চেষ্টার অভিযোগ

বালাগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১১, ২০২৪
০৪:০৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২৪
০৪:০৯ অপরাহ্ন



বালাগঞ্জে সরকারি ভূমি দখল চেষ্টার অভিযোগ


বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোড়াপুর মৌজার অর্ন্তগত সরকারি গোপাটের ভূমি প্রায় অর্ধ শতাব্দি ধরে ভোগ দখল করে আসছেন মহানন্দ গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাহ্ জাহেদ আহমদ তার পরিবার। স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ এ ভূমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এসব বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার

আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শাহ্ জাহেদ আহমদ । 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ জাহেদ আহমদ বলেন, আমাদের বসতবাড়ি সংলগ্ন গোড়াপুর মৌজার বিএস দাগ নং-২০’র অন্তর্ভুক্ত সরকারি গোপাটের ভূমি ৫০বছর যাবৎ আমরা ভোগ দখল করে আসছি। বিগত দিনে এই ভূমি সরকারি সার্ভেয়ার ও কোর্ট কমিশনারের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতে চরভূতা গ্রামের সুলতান, হাসমত ওরফে শুকুর, সুরুজ, আয়না, বাচ্চু, মুজির, দুলাল ও কাদিরকে গাছপালা কর্তনসহ ভোগ দখলে বিরত থাকতে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। কিন্তু, নিষেধাজ্ঞা অমান্য করে ২০২১ সালের ৭ এপ্রিল সরকারি ভূমিসহ আমার বাড়ির আঙিনার বাঁশ ও গাছ-পালা কেটে নিয়ে যায় তারা। শুধু তাই নয়; সরকারি ভূমিতে দখল চেষ্টাকারী সুলতান-হাসমতের ভাই চাঁন মিয়ার লাশ জোরপূর্বক কবরও দেওয়া হয়েছে। বিগত ৩ বছরে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার বাঁশ ও গাছ-পালা কেটে নিয়েছে তারা। এসব ঘটনায় ২০২১ সালের ৮ এপ্রিল বালাগঞ্জের এসিল্যান্ডের নিকট লিখিত অভিযোগ দেই। এছাড়া, চলতি বছরের ২৯ জানুয়ারি আমাদের নিজস্ব সম্পত্তিতে থাকা ২০ হাজার টাকা মূল্যের মালিকানাধীন গাছ চুরি করে নিয়ে যায় দখলদাররা। 

শাহ জাহেদ আহমদ অভিযোগ করে আরো বলেন, ‘দখলদাররা ফেসবুকে বিভিন্ন পোস্ট করে আমাকে হেয়পতিপন্ন করেছে। গাছ কর্তন ও ফেইসবুক পোস্টের ঘটনায় আমি বাদী হয়ে চলতি বছরের ৩০ জানুয়ারি বালাগঞ্জ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দাখিল করি। থানার এসআই মলাই মিয়া সরজমিন গিয়ে অভিযোগের সত্যতা পান। কিন্তু, থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান আমার লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেননি। উল্টো দখলদারা বলে বেড়াচ্ছে, পুলিশের উপর মহলে তাদের হাত রয়েছে পুলিশ আমার মামলা নেবে না ‘

লিখিতে বক্তব্যে তিনি আরো বলেন, ‘তারা সরকার বিরোধী রাজনৈতিক মতাদর্শী এবং আমি বালাগঞ্জ উপজেলা যুবলীগের একজন সক্রীয় কর্মী হওয়ায় দলীয় কার্যক্রমে তারা আমাকে বাধা দিচ্ছে। প্রধানমন্ত্রীকে নিয়ে নানাভাবে কটুক্তি করে আসছে। লিখিত বক্তব্যে শাহ জাহেদ আহমদ অভিযোগ করে আরো বলেন, চলতি বছরের ২ফেব্রুয়ারি বালাগঞ্জের ইউএনও ও এসিল্যান্ডের কাছে লিখিত অভিযোগ দেয়ার পর বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে অভিযোগের বিষয়ে সত্যতা পান। উভয় পক্ষকে সকল কাগজাদি নিয়ে থানায় ডাকেন। সেখানেও গন্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে নেয়া সিদ্ধান্ত অমান্য করেছে তারা। তাদের এমন অনৈতিক কর্মকান্ডে আমরা বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছি। অন্যদিকে আমি ও আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা বানোয়াট ও সাজানো মামলায় ফাঁসানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে দখলদাররা। তাদের অব্যাহত হুমকিতে আমিও আমার পরিবারের সদস্যরা জানমালের নিরাপত্ত্বা নিয়ে শঙ্কিত রয়েছি।  আমাদের নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গোড়াপুর গ্রামের সজন মিয়া, চরসুবিয়া গ্রামের দিলাল মিয়া ও গহরমলি গ্রামের মনু মিয়া প্রমুখ।’


এএফ/০৩