যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্য নির্মাতা নিহত

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৮, ২০২৪
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২৪
০৯:১৫ অপরাহ্ন



যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্য নির্মাতা নিহত


যুক্তরাজ্যের লন্ডনে সড়ক দুর্ঘটনায় জি এম ফুরুক (৪৬) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাত ১২টার দিকে ইলফোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লন্ডন পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে সড়ক পার হওয়ার সময় তাকে একটি গাড়ি চাপা দেয়। এসময় গুরুতর আহত হন ফুরুক। এরপর পুলিশের কয়েকজন সদস্য তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার চার ঘণ্টা পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফুরুকের চাচা কানাই মিয়া জানান, তাঁদের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের মানিককোনা গ্রামে। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ফুরুকের সংসার ছিল।

‘স্বপ্নের বিলাত’, ‘রেড পাসপোর্ট’, ‘পার্টনার’, ‘ভীমরতি’, ‘ঘাম’, ‘স্বপ্ন ডাকাত’, ‘ব্রাদারস হাউস’, ‘হরেক রকম ভালোবাসা’সহ বেশ কিছু নাটক নির্মাণ করেছেন তিনি।


এএফ/০১