শেষ আটে মুখোমুখি হচ্ছে জার্মানি ও স্পেন

মিরর স্পোর্টস ডেস্ক


জুলাই ০৩, ২০২৪
০৩:২৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২৪
০৩:২৪ পূর্বাহ্ন



শেষ আটে মুখোমুখি হচ্ছে জার্মানি ও স্পেন
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্বাগতিক জার্মানি।

রবিবার জার্মানির রাইন এনার্জি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জর্জিয়ার বিপক্ষে এমন জয় পায় স্পেন। এর মাধ্যমে দলটি শেষ আটে ওঠা নিশ্চিত করে।

ম্যাচের শুরু থেকেই খেলা নিয়ন্ত্রণে নেয় স্পেন। ফুটবলপ্রেমীদের এদিন সুন্দর ফুটবল উপহার দিয়েছে স্পেন। তবে সবাইকে চমকে দিয়ে ম্যাচে আগে গোল পেয়ে যায় জর্জিয়া। ১৮ মিনিটে স্পেনের ডিফেন্ডার রবিন লে নরম্যান্ডের আত্মঘাতী গোল থেকে এগিয়ে যায় প্রথমবার ইউরো খেলতে আসা দলটি।

জর্জিয়ার কাকাবাদজের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টা নিজেদের জালে বল পাঠিয়ে দেন তিনি। তবে সেই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৩৯ মিনিটে রদ্রি স্পেনকে সমতায় ফেরায়। উইলিয়ামসের কাটব্যাক থেকে গোল করেন তিনি। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

৫১ মিনিটে ইয়ামালের ক্রস থেকে স্পেনকে এগিয়ে দেন ফ্যাবিয়ান রুইজ। ৭৫তম মিনিটে রুইজের পাস থেকে গোল করেন উইলিয়ামস। আর ম্যাচের ৮৩ মিনিটে মিকেল ওইয়ারসাবালের পাস থেকে ৪-১ করেন দানি ওলমো। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিয়েই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠে লুইস দে লা ফুয়েন্তের দল।

পুরো ম্যাচে ৭৫ শতাংশ বল স্পেনের দখলে ছিল। এই সময়ে ৩৫টি শট নিয়েছে তারা। যেখানে ১৩টি শট টার্গেটে রাখতে পেরেছে স্পেন। আগামী ৫ জুলাই স্টুটগার্ট অ্যারেনায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে স্পেন।

এএন/০২