সিলেট মিরর ডেস্ক
মে ১৮, ২০২৫
০২:২৮ অপরাহ্ন
আপডেট : মে ১৮, ২০২৫
০২:২৮ অপরাহ্ন
লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্টহ্যান্ডস চ্যারিটির যৌথ উদ্যোগে এবং বিবিসি’র আর্থিক অনুদানে শুরু হয়েছে ২৬ সপ্তাহব্যাপী ফ্রি স্টাডি সাপোর্ট প্রোগ্রাম । প্রেস ক্লাবের সদস্যদের সন্তানদের পাশাপাশি টাওয়ার হ্যামলেটসের স্কুলপড়ুয়া শিশুরা এতে অংশগ্রহণ করছে ।
কোর্সের উদ্বোধন উপলক্ষে ১৬ মে শুক্রবার বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে কোর্স সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইস্টহ্যান্ড চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন ।
অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাবেক সহ সভাপতি রহমত আলী, সিনিয়র সাংবাদিক ও ইস্ট হ্যান্ডস চ্যারিটির এডভাইজার আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ইস্টহ্যান্ড চ্যারিটির সিইও আ স ম মাসুম, ট্রাস্টি বাবলুল হক, সাংবাদিক এম এ কাইয়ুম, সাংবাদিক এনাম চৌধুরী, সিনিয়র নিউজ প্রেজেন্টার শামসুল তালুকদার, ক্লাব সদস্য হাসনাত চৌধুরী, অনলাইন সংবাদ মাধ্যম শীর্ষবিন্দু সম্পাদক আতিকুর রহমান সুমন ও কিনু মিয়া ।
প্রজেক্টিতে শিক্ষা বিষয়ে নেতৃত্ব দেবেন কোয়ালিফাইড টিচার আব্দুল মুকতাদির শামিম ও সার্বিক তত্ত্বাবধানে থাকবেন প্রেস ক্লাবের ইভেন্টস এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী রুপি আমিন ।
উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা ইস্টহ্যান্ড চ্যারিটি ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের এ আয়োজনকে ব্যতিক্রমী উল্লেখ করে বলেন, এই কোর্সের মাধ্যমে প্রেস ক্লাব পরিবারের বন্ধন আরো সুদৃঢ় হবে । এই কোর্স সন্তানদের শিক্ষাক্ষেত্রে সহায়তার পাশাপাশি মানসিক বিকাশেও ভুমিকা রাখবে। সাংবাদিকদের সন্তানরা তাদের বাবা-মা’র সাথে ক্লাবের এই প্রোগ্রামে অংশ নিতে এলে বুঝতে পারবে তাদের বাবা-মা এমন একটি ক্লাবে সময় দেন যেটির মর্যাদা সমুন্নত।
এএফ/০১