আজ শাবি থেকে নগরে আসবে আন্দোলনকারী শিক্ষার্থীরা, মাঠে নামছেন শিক্ষকরাও

সিলেট মিরর ডেস্ক


জুলাই ৩১, ২০২৪
০৪:১০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২৪
০৪:১০ পূর্বাহ্ন



আজ শাবি থেকে নগরে আসবে আন্দোলনকারী শিক্ষার্থীরা, মাঠে নামছেন শিক্ষকরাও


কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম  ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ আজ বুধবার (৩১ জুলাই) ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচীর সাথে এককাত্মতা পোষণ করে সকালেই মাঠে নামবে সিলেটের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সকালে শাহজালাল বিশ্ববিদ্যালয় গেট থেকে মিছিল নিয়ে নগরের কোর্ট পয়েন্টে আসার কথা জানিয়েছে আন্দোলনকারীরা।

মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, সারাদেশে ছাত্রজনতার উপর হত্যা, গণগ্রেপ্তার, হামলা-মাশরা, গুম-খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিজার দাবিতে এক ছাত্রজনতার ৯ দফা দাবি আদায়েরলেক্ষ্যে আজ সকাল ১১ ‘মার্চ ফর জাস্টিস’ র‌্যালি শুরু হবে। শাবি গেইট থেকে শুরু হয়ে এ র‌্যালি নগরের কোর্ট পয়ন্টে পর্যন্ত আসবে।

এদিকে, বুধবার সকাল সাড়ে ১১ টায় শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে র‌্যালি করবেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ক্যাম্পাসের প্রজন্ম একাত্তর প্রাঙ্গন থেকে এ কর্মসূচী শুরু হবে।



এএফ/০৫