সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৪
০৩:৩৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২৪
০৩:৩৯ অপরাহ্ন
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
রাজনৈতিক ক্যারিয়ার ও মাঠের অফ-ফর্ম নিয়ে সমালোচনার মধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন সাকিব।
তবে ঘরের মাঠে ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে তার।
সাকিব বলেন, 'আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। মিরপুর থেকে টেস্টে বিদায় নেব।'
আর গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলেন সাকিব।
ওয়ানডে ক্রিকেট নিয়ে পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছা রয়েছে।
জিসি / ০৩