সুনামগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৯, ২০২৪
০১:৫২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২৪
০১:৫৫ অপরাহ্ন



সুনামগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে হত্যা


সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় একটি বাসা থেকে মা ও ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

নিহতরা হলেন- ফরিদা বেগম (৪৫) ও ছেলে মিনহাজ (২২)।

স্বজনরা জানায়, শহরের এসপি বাংলো এলাকার একটি বাসায় ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে থাকতেন।একই বাড়ির অন্য এক কক্ষে তার খালাতো বোন ও বোনের ছেলে ভাড়া থাকতেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসায় গৃহকর্মী এসে ঘর খোলা ও তাদের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে তাৎক্ষণিক লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আরও বিস্তারিত পরে জানানো হবে।’

জিসি / ০২