সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১০, ২০২৪
০৩:৩৪ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১০, ২০২৪
০৪:৫৫ অপরাহ্ন
বাড়ছে উপদেষ্টা পরিষদের সদস্য, সন্ধ্যায় শপথ
অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে। উপদেষ্টা পরিষদে আরো পাঁচজন যোগ দিচ্ছেন।
আজ রবিবার সন্ধ্যা ৭টায় নতুন উপদেষ্টারা শপথ নিতে পারেন বলে জানা গেছে। তাদের নাম এখনো জানা যায়নি।
এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ৮ আগস্ট শপথ নেয় ১৭ উপদেষ্টা। পরে আরো চারজন যুক্ত হয়ে অন্তর্বর্তী সরকারের আকার ধারণ করেছে ২১ জন।
নতুন করে আরো পাঁচজন উপদেষ্টা পরিষদে যুক্ত হলে ২৬ জনে দাঁড়াবে।
জিসি / ০২