সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৪
০৩:০৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৪, ২০২৪
০৩:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার নীলপুর বাজার এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন। নিহত মহিলা শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুল কাহার'র স্ত্রী রাজিয়া বেগম (৫০)।
রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ আরও পাঁচ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় রাজিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং সিএনজি চালক সহ পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, সকালে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের পরিচয় জানা যায়নি।
জিসি / ০৭