সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৪
০৪:০২ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২৪
০৪:২৫ অপরাহ্ন
ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।
সোমবার (২৫ নভেম্বর) সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন।
এম এ মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন মামলায় জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
গেল ১৯ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।
উল্লেখ্য, এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় ২০ দিন কারাবাস করে জামিনে বের হন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
জিসি / ০৩