দিরাইয়ে যৌথ বাহিনীর অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

দিরাই প্রতিনিধি


ডিসেম্বর ০৩, ২০২৪
১১:৪২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৩, ২০২৪
১১:৪২ অপরাহ্ন



দিরাইয়ে যৌথ বাহিনীর অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার


সুনামগঞ্জের দিরাই উপজেলার রাড়ইল গ্রামে পুলিশের অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে গ্রামের তকবির মিয়া চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় গ্রামে আনু মিয়া চৌধুরী লোকজ ও সুমন চৌধুরীর লোকজনের মধ্যে  সংঘর্ষের ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। খবর পেয়ে আমরা সেমাবাহিনীর একটি দলসহ গ্রামে অভিযান চালাই। এসময় আনু মিয়া চৌধুরীর পক্ষের তকবির মিয়া চৌধুরীর বাড়ী থেকে একটি সর্টগান, একটি পাইপগানসহ বেশ কিছু দেশীয় মারামারিতে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।’ অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দেয়া হবে।’


এএইচ-০১/এএফ-০