সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ নিহত ১৫

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ৩০, ২০২৫
০২:০২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ৩০, ২০২৫
০২:০২ অপরাহ্ন



সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ নিহত ১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ নিহত ১৫


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ জন ভারতীয়। বাকি ৬ জন নেপাল ও ঘানার নাগরিক বলে জানা গেছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর, গালফ নিউজের।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বাসটিতে ২৬ জন শ্রমিক ছিলেন। ভোরে কাজে যাওয়ার পথে একটি ট্রেলারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

এদিকে জেদ্দায় ভারতের কনস্যুলেট এই দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কনস্যুলেটের পক্ষ থেকে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এ ঘটনায় শোক জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) করা পোস্টে জয়শঙ্কর জানান, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি শোকাহত।

তিনি আরও বলেন, জেদ্দায় কনসাল জেনারেলের সঙ্গে কথা হয়েছে। হতাহত ভারতীয়দের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

জিসি / ০২