সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৪, ২০২৫
০৫:৫৮ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২৫
০৫:৫৮ অপরাহ্ন
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) পরিচালনা পরিষদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য সফররত দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রতিনিধিদল। গতকাল সোমবার (০৩ ফেব্রুয়ারি) লন্ডনের বিবিসিসিআই’য়ের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিবিসিসিআই’য়ের সহসভাপতি এ এইচ এম নুরুজ্জামান সিলেট চেম্বারের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, ‘সিলেট চেম্বার অব কমার্সের সঙ্গে ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে দুইটি চেম্বার দীর্ঘদিন যাবৎ একত্রে কাজ করছে। তিনি বলেন, ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে ব্যবসায়ীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ তিনি এ লক্ষ্যে যৌথভাবে কাজ করে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেন।
সিলেট চেম্বারের পরিচালক ও প্রতিনিধিদলের প্রধান ফাহিম আহমদ চৌধুরী বলেন, ‘সিলেটের প্রবাসীরা যুক্তরাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এদেশের রাজনীতি ও সামাজিক ক্ষেত্রেও সিলেটের প্রবাসীদের ভূমিকা রয়েছে। আমরা বাংলাদেশের অর্থনীতিতেও সিলেটের প্রবাসীদের এরকম ভূমিকা আশা করি। বৃটেনের তুলনায় বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা সহজ। বিনিয়োগের ক্ষেত্র অনেক বেশী।’ তিনি প্রবাসীদেরকে সিলেটের শিল্প, পর্যটন, শিক্ষা ও চিকিৎসা খাতে বিনিয়োগের আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, বশির আহমেদ, লন্ডন রিজিওনাল প্রেসিডেন্ট মো. মনির আহমেদ, ইস্ট ইংল্যান্ড রিজিওন প্রেসিডেন্ট শাহনুর খান, প্রেস অ্যান্ড পাবলিসিটি ডাইরেক্টর মিছবাহ চৌধুরী, সিলেট চেম্বারের পরিচালক কাজী মো. মোস্তাফিজুর রহমান, এনায়েত আহমেদ, বিবিসিসিআই এর পরিচালক ও সদস্যবৃন্দ।
এএফ/০৪